Logo

আরিফিন শুভর সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪
27Shares
আরিফিন শুভর সঙ্গে চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুললেন ঐশী
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীর অভিনীত সিনেমা ‘নূর’–এর। তবে প্রেক্ষাগৃহে নয়, রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি সরাসরি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে।

বিজ্ঞাপন

এদিকে গত ২৯ নভেম্বর প্রকাশিত ‘নূর’-এর অফিসিয়াল টিজারে একটি চুমুর দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর জেরে শুভ-ঐশীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও শুরু হয় নানা গুঞ্জন। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন ঐশী।

দেশীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে ঐশী বলেন, ‘নূর-এ অভিনয় করেছি। সেখানে একটি চুমুর দৃশ্য আছে। এটাকে আমি অভিনয় হিসেবেই দেখছি। এর বাইরে কিছু নয়। বাস্তবে শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি দীর্ঘ তিন বছর ধরে আটকে ছিল। ২০২২ সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে ‘নূর’ জমা দেওয়া হয়েছিল। ত্রুটি সংক্রান্ত কারণে প্রথমে ছাড়পত্র না পেলেও পরবর্তীতে সংশোধনের পর এটি ছাড়পত্র লাভ করে। অবশেষে ‘নূর’ মুক্তি পেতে চলেছে চলতি বছরের ১১ ডিসেম্বর।

এদিকে ঐশী বর্তমানে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD