ভিকির বিপরীতে দীপিকা, মহাকাব্যে নতুন জুটি?

বলিউডে নতুন এক সম্ভাব্য জুটিকে নিয়ে উত্তেজনা তুঙ্গে, ভিকি কৌশল ও দীপিকা পাডুকোন। প্রথমবারের মতো এই দুই তারকার একসঙ্গে বড় পর্দায় আসার জোরালো ইঙ্গিত মিলতেই বলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা-জল্পনা।
বিজ্ঞাপন
সম্প্রতি রূপালি পর্দায় একের পর এক চমক দেখিয়ে চলা দীপিকা এবার খবরের কেন্দ্রে পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক চলচ্চিত্রকে ঘিরে।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, তাঁর ড্রিম প্রজেক্ট ‘মহাবতার’–এর কেন্দ্রীয় নারী চরিত্রে নাকি দীপিকাকে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে।
যদি এই আলোচনা শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয়, তবে প্রথমবারের মতো দীপিকা–ভিকি জুটি দেখা যাবে একই পর্দায়। শুধু ভক্তই নন, পুরো ইন্ডাস্ট্রিই অপেক্ষায়—নতুন এই তারকা-যুগল কি সত্যিই মহাকাব্যিক ছবিতে রসায়ন জমাতে যাচ্ছেন?
বিজ্ঞাপন
তবে এখনো পর্যন্ত ‘মহাবতার’ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই প্রশ্নটা এখনো ঝুলে আছে—এই পৌরাণিক গল্পে কি সত্যিই একসঙ্গে দেখা মিলবে ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনের?








