কনসার্টে নেহার অশালীন অঙ্গভঙ্গি, তোপের মুখে গায়িকা

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর আবারও বিতর্কে জড়ালেন তার একটি লাইভ স্টেজ পারফরম্যান্সকে কেন্দ্র করে। সম্প্রতি এক কনসার্টে গান গাওয়ার সময় তার অঙ্গভঙ্গি ও মঞ্চে নিজের শরীরে পানি ঢালার দৃশ্যের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লেপার্ড-প্রিন্টের আঁটসাঁট পোশাকে মঞ্চে পারফর্ম করছিলেন নেহা কক্কর। গান চলাকালে হঠাৎ তিনি একটি পানির বোতল তুলে নেন এবং শরীরের উপরিভাগে ঢেলে দেন। এই মুহূর্তটিই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মূল বিতর্কের জন্ম দেয়।
টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিওটি ইতোমধ্যে ১ কোটির বেশি বার দেখা হয়েছে। কেউ নেহার এই পারফরম্যান্সকে ‘সাহসী’ ও ‘আধুনিক স্টেজ শো’ বলে প্রশংসা করছেন, আবার অনেকে একে ‘অশোভন’ ও ‘সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
বিজ্ঞাপন

সমালোচকদের একজন লিখেছেন, “একজন কণ্ঠশিল্পীর কাছে গানই সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত, শরীরী প্রদর্শনী নয়।” আরেকজনের মন্তব্য, “ভাইরাল হওয়ার নেশায় নিজের ইমেজ ক্ষতিগ্রস্ত করছেন নেহা।” এমন মন্তব্যে নেটদুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।
তবে নেহা কক্করের ভক্তরা বরাবরের মতোই তার পাশে রয়েছেন। তাদের মতে, এটি ছিল কেবল মঞ্চের উন্মাদনা এবং আন্তর্জাতিক মানের কনসার্ট পারফরম্যান্সের অংশ। তারা মনে করেন, শিল্পীর পারফরম্যান্সের ধরন নিয়ন্ত্রণ করার অধিকার কারও নেই।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নেহা কক্করের ক্ষেত্রে এ ধরনের বিতর্ক নতুন নয়। এর আগেও মঞ্চে সাহসী অঙ্গভঙ্গি ও নাচের কারণে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। নিজের ‘বোল্ড’ ইমেজ ধরে রাখতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানা যায়। তবে এবারের ঘটনাটি সামাজিক রুচিবোধ ও শিল্পীর দায়িত্ববোধ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।








