Logo

যে কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর সম্পর্ক

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ০৩:৫৬
144Shares
যে কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর সম্পর্ক
ছবি: সংগৃহীত

বিয়ে পর্যন্ত এগিয়েও যে কারণে ভেঙে যায় দেব-শুভশ্রীর সম্পর্ক

বিজ্ঞাপন

এক সময় টলিউডের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। অনস্ক্রিনে তাদের রসায়ন যেমন দর্শককে মুগ্ধ করেছিল, তেমনি অফস্ক্রিনেও তাদের সম্পর্ক ছিল ‘ওপেন সিক্রেট’। যদিও কখনোই কেউ মুখে স্বীকার করেননি, তবুও ‘চ্যালেঞ্জ’ (২০০৯) ছবির পর থেকেই দেব-শুভশ্রীর প্রেম ছিল ইন্ডাস্ট্রির চর্চিত বিষয়।

‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ একের পর এক হিট সিনেমায় জুটি বেঁধে কাজ করেছিলেন তারা। ভক্তদের মধ্যে তখন ধারণা ছিল, এই প্রেম একদিন বিয়েতে গড়াবে। দুই পরিবারেরও বিষয়টি জানা ছিল বলেই শোনা যায়। কিন্তু তাঁদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন। 

বিজ্ঞাপন

২০০৯ সালে দেব-শুভশ্রীর জুটির প্রথম ছবি চ্যালেঞ্জ বক্স অফিসে দারুণ হিট হয়। সেই সময় থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। অনস্ক্রিন দেব-শুভশ্রী জুটি দারুণ হিট হয়। যদিও রিলেশনশিপে থাকাকালীন তারা নিজেদের ‘ভালো বন্ধু’ তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন। 

বিজ্ঞাপন

তবে ঠিক তখনই সম্পর্কের সমীকরণ বদলে যেতে শুরু করে। ইন্ডাস্ট্রির গুঞ্জন অনুযায়ী, দেব-শুভশ্রীর মধ্যে দূরত্ব বাড়াতে শুরু করে রুক্মিণী মৈত্রের আগমনের পর থেকেই। রুক্মিণী তখন অভিনয়ে না এসে কেবল মডেলিং করতেন, কিন্তু দেবের সঙ্গে তার বন্ধুত্ব ঘনিষ্ঠ হতে থাকে। সেই খবর শুভশ্রীর কানেও পৌঁছায়, এবং এরপর থেকেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।

অন্য এক সূত্রের খবর, দেব-শুভশ্রীর প্রেম চলাকালীন শুভশ্রী এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে বিয়ে পর্যন্ত যেতে চেয়েছিলেন। কিন্তু দেব ছিলেন ক্যারিয়ার ‍নিয়ে ব্যস্ত। তাই শুভশ্রীকে সেই সময় বিয়ে করা সম্ভব ছিল না। তাদের এই বিষয় নিয়েই ঝগড়া-অশান্তি হয়, যার থেকে সম্পর্কে ভাঙন। 

বিজ্ঞাপন

ব্রেকআপের পর দেবের জীবনে রুক্মিণী পাকাপাকি জায়গা করে নিলেও শুভশ্রী নিজেকে বড় পর্দা থেকে একেবারে সরিয়ে নেন। পরাণ যায় জ্বলিয়া রে-এর পর শুভশ্রীকে আর দেখা যায়নি। চার বছর পর কামব্যাক করেন শুভশ্রী। 

বিজ্ঞাপন

এই মুহূর্তে রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন শুভশ্রী। ইউভান ও ইয়ালিনির মা রাজ-ঘরণী। অতীত জীবন নিয়ে এখন আর কোনও আক্ষেপ, কষ্ট-যন্ত্রণা আর কিছুই নেই। 

অপরদিকে, দেবও চুটিয়ে প্রেম করছেন রুক্মিণীর সঙ্গে। তবে কবে তারা বিয়ে করছেন, তা জানা যায়নি। দশ বছর পর দেব-শুভশ্রীর ধূমকেতু বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ব্রেকআপের এত বছর পর একসঙ্গে তাদের দেখে সকলের মনেই একটা প্রশ্ন কেন ব্রেকআপ হয়েছিল, যার সঠিক কারণ দেব-শুভশ্রী ছাড়া আর কেউই জানেন না। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD