মাঝ আকাশে অজ্ঞান পাইলট, সাহসী সিদ্ধান্তে পরিবারকে বাঁচালেন মি. বিন

ঘটনাটি ঘটে কেনিয়ার আকাশে, পারিবারিক ভ্রমণের সময়। প্রাইভেট বিমানে করে ভ্রমণকালে হঠাৎই পাইলট অচেতন হয়ে পড়েন।
বিজ্ঞাপন
বিশ্বজুড়ে পরিচিত কৌতুক চরিত্র ‘মিস্টার বিন’-এর অভিনেতা রোয়ান অ্যাটকিনসনকে সবাই চেনেন হাসির জাদুকর হিসেবে। কিন্তু বাস্তব জীবনের এক ঘটনায় তিনি প্রমাণ করেছেন, শুধু বিনোদন নয়, জীবন বাঁচানোর ক্ষেত্রেও তিনি সত্যিকারের নায়ক।
ঘটনাটি ঘটে কেনিয়ার আকাশে, পারিবারিক ভ্রমণের সময়। প্রাইভেট বিমানে করে ভ্রমণকালে হঠাৎই পাইলট অচেতন হয়ে পড়েন। মুহূর্তেই মৃত্যু আতঙ্ক নেমে আসে বিমানে। তখন অ্যাটকিনসন উপস্থিত বুদ্ধি ও সাহসের জোরে ককপিটে বসে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অথচ, তার বিমান চালানোর কোনো প্রশিক্ষণই ছিল না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় অ্যাটকিনসনের স্ত্রী অচেতন পাইলটকে জাগানোর চেষ্টা চালাতে থাকেন। কিছুক্ষণ পর পাইলট চেতনা ফিরে পান এবং নিরাপদে বিমান অবতরণ করানো সম্ভব হয়।
রোয়ান অ্যাটকিনসন সাধারণত কমেডি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে এই বাস্তব ঘটনার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন, তিনি শুধু কৌতুকাভিনেতাই নন। বরং সাহসিকতার বিরল উদাহরণও।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পর্দার বাইরে তার এই সিদ্ধান্ত তাকে আরও অনন্য করে তুলেছে। বর্তমানে তিনি নতুন জনি ইংলিশ সিরিজ ও মিস্টার বিনের অ্যানিমেটেড মুভি নিয়ে কাজ করছেন। তবে জীবনের ঝুঁকির সেই মুহূর্ত প্রমাণ করে, তিনি বাস্তব জীবনেও প্রকৃত নায়ক।
এএস








