সবাই ভাবত খারাপ কাজ করি: এনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সবাই ভাবত খারাপ কাজ করি: এনা

কলকাতার আলোচিত অভিনেত্রী এনা সাহা। বাংলা সিনেমার পাশাপাশি মালয়ালম ও তেলেগু সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। নিজের মতো ক্যারিয়ার এগিয়ে নিলেও কিছু আক্ষেপ রয়েছে এনার। কটাক্ষের শিকার হয়েছিলেন এনা সাহা।

সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এই প্রযোজক ও অভিনেত্রী বলেন, ‘খুব ছোট থেকেই অভিনয়ে। অভিভাবকেরা বুঝতে পারতেন না, এটা আমার পেশা। ভাবতেন, খারাপ কোনো কাজ করছি। তাই তাদের মেয়েদের মিশতে দিতেন না আমার সঙ্গে।’
' ); }