পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, চীনা নাগরিকসহ নিহত ৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ এক বিস্ফোরণে তিন চীনা নাগরিকসহ অন্তত চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত বেশ কিছু মানুষ।
দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, বিশ্ববিদ্যালয় চত্বরে কনফুসিয়াস ইনস্টিটিউটের (চীনা ভাষা শিক্ষা কেন্দ্র) সামনে একটি গাড়িতে এই
প্রাথমিকভাবে জানা গেছে, একটি সাদা মাইক্রোবাসে ভিতরেই বিস্ফোরক ছিল। বিস্ফোরণের পরে দ্রুত এলাকা ঘিরে ফেলে উদ্ধারকারী দল। ওই মাইক্রোবাসে অন্তত সাত থেকে আট জন আরোহী ছিল বলে পুলিশ জানিয়েছে।
করাচির পুলিশ প্রধান মুকাদ্দাস হায়দার সাংবাদিকদের জানিয়েছেন: এখনই বিস্ফোরণ সম্পর্কে খুব বেশি কিছু বলা যাবে না। এই বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা তদন্ত করে তবেই বলা সম্ভব হবে।
বিস্ফোরণে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থায় সংকটজনক বলে জানা গেছে।
এসএ/