লিভ-ইন করেও প্রেম ভাঙল সোহিনী-রণজয়ের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
টলি পাড়ায় বিয়ের পাশাপাশি বিচ্ছেদ ও যেন সমান্তরাল রেখায় চলে। রোজেই কোনো না কোনো প্রেমের বিচ্ছেদের খবরের শিরোনাম দেখা যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। গুডিড সিরিয়াল খ্যাত অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী সোহিনী সরকার দীর্ঘদিনের প্রেমিক যুগল।
তাদের প্রেম নিয়ে এখন টলিপাড়ায় নানা মুখরোচক গুঞ্জন উঠেছে। তাদের প্রেমের কথা জানতেন না এমন কোনো নেটিজেন বোধ হয় নেই। এবার এই পাওয়ার আদরেই কি বিচ্ছেদের সুর? তাঁদের ইনস্টাগ্রাম পোস্ট করা স্টোরি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে।
দীর্ঘদিনের এই প্রেম কি এখন ভেঙ্গে যেতে চলেছে? কি এমন লিখলেন সোহিনী সরকার নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে? অভিনেত্রী রোহিনী সরকার লেখেন যে, আমি সিঙ্গল এবং এই একলা থাকার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। এরপরে তিনি ফেসবুকে আরেকটি পোস্ট করেন যে, এই পোস্টে তিনি লেখেন, বেঁচে থাকতে থাকতেই ভূল শুধরে নেবো, না হলে পরে অন্যায় হবে। বন্ধুত্ব অনেক সময়ের হলেও তাঁরা প্রেম করছেন দুবছর হলো।
তাঁরা পরস্পর লিভ ইনে ছিলেন লকডাউনের সময় থেকে। দুজনে বেড়াতে খুবই ভালোবাসেন। ব্যাগপত্র গুছিয়ে প্রায়ই তাঁদের একসঙ্গে বেড়াতে যেতে দেখা যেত। বিগত কয়েকদিন আগে রণজয় বিষ্ণুর জন্মদিন উদযাপন করেছিলেন প্রেমিকা সোহিনী। যে সোহিনী কিছুদিন আগেও রণজয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন সে হঠাৎ সিঙ্গেল থাকার কথা কেন বললেন? তিনি কি তাহলে পোস্টের মাধ্যমে কিছু ইঙ্গিত দিতে চেয়েছেন?
যদিও রণজয়ের নাম উল্লেখ না করে এই পোস্টটি তিনি শূন্যের দিকে ছুঁড়ে দিয়েছেন। নিজের প্রেম নিয়ে যে কোনদিনও রাখ ঢাক এমনটাও নয়। নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি বারবার প্রকাশ্যে এনেছেন সোশ্যাল মিডিয়া। পরস্পরকে তারা যথেষ্ট শ্রদ্ধা করেন। তাও কেন হঠাৎ বিচ্ছেদের পথে সোহিনীর এতো গেল সোহিনীর কথা। তাঁর বন্ধু রণজয় বিষ্ণু কি বলেছেন? রণজয়ের বক্তব্য যে তাঁদের সম্পর্কে সব ঠিকঠাক রয়েছে।
সোহিনীর পোস্টটি অহেতুক জল ঘোলা করছে? বিষয়টি নিয়ে তাঁরা এখনো পুরোদস্তুর প্রেমের সম্পর্কে রয়েছেন।
এসএ/