ভারতে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের একটি মন্দিরে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলায় কালিমিডুতে আপার ম্যাডাম মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মন্দিরের রথযাত্রার গাড়ির ওপর দাঁড়িয়ে থাকা লোকেরা একটি উচ্চ-বিভবের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন।
কর্মকর্তারা জানান, রথযাত্রার গাড়িটি বাঁক নেওয়ার সময় কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎলাইনের সংস্পর্শে চলে আসে।
তারা আরও জানান, নিহতদের মধ্যে দুইজন শিশু। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিরুচিরাপল্লীর সেন্ট্রাল জোনের পুলিশের মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান বলেন, “এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।”
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “সাধারণত অপ্রীতিকর ঘটনা এড়াতে রথযাত্রার গাড়ির রুটের বিদ্যুতের লাইন বন্ধ থাকে। তবে গাড়িটি বিদ্যুৎলাইন স্পর্শ করার জন্য যথেষ্ট লম্বা ছিল না এবং ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। কিন্তু মনে হয় সাজসজ্জার কাঠামো গাড়ির উচ্চতা বাড়িয়েছে এবং এটি বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসেছে।”
ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, তারের সংস্পর্শে আসার পর রথটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন তিনি গভীরভাবে শোকাহত।
স্ট্যালিন এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।
এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এসএ/