১১ বছর পর ফিরছেন টুইঙ্কেল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


১১ বছর পর ফিরছেন টুইঙ্কেল

খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও শাহরুখ থেকে আমির, সালমান খানসহ সে সময়ের বলিউডের প্রথম সারির নায়কের বিপরীতে কাজ করেছিলেন টুইঙ্কেল খান্না। তবে অক্ষয় কুমারকে বিয়ের পর একটা সময় বলিউড ছাড়েন এই অভিনেত্রী। 
Twinkle Khanna Wiki, Hd Images, Boyfriend, Affairs,Today Updates, Gallery,  News

সিনেমায় নাকি অ্যালার্জি ধরে গেছে তাঁর সেকথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। এবার দীর্ঘ ১১ বছরের বিরতির পর নিজের লেখা গল্পেই বড় পর্দায় আসছেন টুইঙ্কেল খান্না।

5 books recommended by Twinkle Khanna for every type of reader | The Times  of India
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ি, নিজের লেখা গল্পেই অভিনয় করবেন টুইঙ্কেল খান্না। তা হলো জনপ্রিয় ‘দ্য লিজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ’র একটি গল্প ‘সালাম নানি আপা’। সেই গল্পকেই বড়পর্দায় তুলে আনছেন পরিচালক সোনাল ডাবরাল।

‘সালাম নানি আপা’র গল্পে দিদা এবং দিদার বোনের সম্পর্ককে ফুটিয়ে তুলেছেন টুইঙ্কেল খান্না। এই গল্পে উঠে আসবে প্রেম-সম্পর্ক থেকে শুরু করে জীবনের নানা দিক। রহস্য রোমাঞ্চেরও ঝলক থাকবে।
What are 10 best glamorous pictures of Twinkle Khanna? - Quora

তবে প্রশ্ন উঠছে এই ছবিতে টুইঙ্কেলের সঙ্গে কি স্বামী অক্ষয় কুমারকে দেখা যাবে? কিন্তু এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ছবিতে টুইঙ্কেলের মা ডিম্পল কাপাডিয়াকে দেখা যেতে পারে। সূত্র : আনন্দবাজার

ওআ/