এবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় রুশ গ্যাস সরবরাহ বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এবার পোল্যান্ড ও বুলগেরিয়ায় রুশ গ্যাস সরবরাহ বন্ধ

চলমান ইউক্রেন সংকটের জেরে ইউরোপের দেশ ও ন্যাটো সামরিক জোটের সদস্য রাষ্ট্র পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া। বুধবার (২৭ এপ্রিল) পোল্যান্ডের বেসরকারি সংবাদমাধ্যম পোস্টাল নিউজ এবং ওনেট ডট পিএল এ তথ্য নিশ্চিত করেছে। 

দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, ইয়ামাল চুক্তির অধীনে পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে মস্কো।  

পোলিশ জলবায়ু মন্ত্রণালয় বলেছে, গ্যাস সরবরাহ চালু রাখতে নতুন করে চেষ্টা চালাচ্ছে তারা। গ্যাসের জন্য রাশিয়ার বিকল্প উৎস খুঁজছে দেশটি।  

পোল্যান্ড এবং বুলগেরিয়া উভয়ই দেশই এর আগে জানিয়েছিল যে, ইউক্রেন আক্রমণের বিষয়ে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে বিভেদ আরও গভীর হওয়ার ফলে ন্যাটো এবং ইইউ সদস্য দেশের গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া।

পোল্যান্ড বারবার বলেছে, গত মাসে ঘোষিত নতুন নিয়মের অধীনে গ্যাজপম থেকে গ্যাস কিনতে রাশিয়ার মুদ্রা রুবেলে অর্থ প্রদান করতে হবে, রাশিয়ার এমন দাবিতে সম্মত হবে না তারা।

জ্বালানি জায়ান্ট গ্যাজপম -এর সাথে পোল্যান্ডের গ্যাস সরবরাহ চুক্তি অনুযায়ী, রাশিয়া থেকে প্রতি বছর ১০.২ বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করে দেশটি। পোল্যান্ডকে জাতীয় খরচের প্রায় ৫০ শতাংশ গ্যাস দেয় রাশিয়া। 

পোল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পিজিএনআইজি জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ৮ টায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে। 

যদিও গ্যাজপ্রম বলেছে, তারা এখনও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেনি কিন্তু দেশটিকে মূল্য পরিশোধের নতুন ‘নির্দেশনা’ অনুযায়ী গ্যাসের দাম দিতে হবে। তবে বুলগেরিয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। 

অন্যদিকে বুধবার বুলগেরিয়ার গ্যাস সরবরাহও বন্ধ করে মস্কো। ফলে নতুন সংকটে পড়েছে দেশটি। সংকট কাটাতে প্রতিবেশি দেশ তুরস্ক এবং গ্রিস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য প্রাথমিক আলোচনা চালাচ্ছে তারা।

ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং ফ্যাসিস্টদের হাত থেকে রাশিয়াকে রক্ষা করার জন্য এ পদক্ষেপকে একটি "বিশেষ অভিযান" বলে অভিহিত করেছে পুতিন সরকার।

এসএ/