নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ, নির্মাতা পলাতক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ,  নির্মাতা পলাতক

নায়িকা বানানোর প্রতিশ্রুতিতে দিনের পর দিন এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জনপ্রিয় মালয়ালম অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা বিজয় বাবুর বিরুদ্ধে। পুলিশের কাছে কোঝিকোড়ের এক বাসিন্দা এমন অভিযোগের পর থেকেই পলাতক আছেন অভিনেতা।

এদিকে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতেই ফেসবুক লাইভে আসেন বিজয় বাবু। সে সময় তিনি আইন ভেঙে ধর্ষণের অভিযোগ আনা মহিলার নাম ফাঁস করেন।

বিজয় বলেন, ‘আমি এই দেশের আইনকে সম্মান জানাই, কিন্তু এখানে আমি ষড়যন্ত্রের শিকার। আমার নামে বদমান হচ্ছে তাই আমার মনে হয় অপর পক্ষের নামও সবার জানা উচিত।’

অভিনেতার দাবি, ওই নারী অডিশন দিয়ে তার একটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছিলেন। এরপর থেকে কখনই ওই নারীর সঙ্গে তার কোনওরকম কথাবার্তা হয়নি।

তবে গত ২২ এপ্রিল দায়ের করা অভিযোগপত্রে ওই নারী জানিয়েছেন, নিজের সিনেমায় সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোচিতে নিজের ফ্ল্যাটে তাকে ডাকেন বিজয় বাবু। সেখানেই তিনি যৌন নিগ্রহের শিকার হন। শুধু তাই নয়, দিনের পর দিন লাগাতার মানসিক নির্যাতনও করা হয়েছে।

প্রসঙ্গত, ‘ফ্রাইডে ফিল্ম হাউস’ নামে বিজয় বাবুর প্রযোজনা সংস্থা রয়েছে। তার প্রযোজিত একাধিক ছবি পুরস্কারও পেয়েছে।

এসএ/