দুই মাথা নিয়ে অদ্ভুত শিশুর জন্ম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের অন্তগর্ত সামশেরগঞ্জ এলাকায় এক অদ্ভূত শিশুর শরীর এক, মাথা দুই। এই দুটো মাথাযুক্ত দেহ নিয়েই জন্ম নিয়েছে শিশু। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অদ্ভুত দর্শন শিশুকে ঘিরে কৌতুহলের সৃষ্টি হয় এলাকায়।
জানা যায়, ধুলিয়ান অনুপনগর ব্লক। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিস্ময়কর এই শিশু জন্ম দিয়েছেন তাহেরা বিবি। সামশেরগঞ্জের লক্ষীনগরের গৃহবধূ। প্রসব যন্ত্রণা উঠলে তাঁকে ধুলিয়ান অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান স্বামী মনিরুল ইসলাম। সদ্যাজাত ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় তার দুটি মাথা। মনিরুল- তাহেরার চতুর্থ সন্তান এই শিশু। কেন তাঁর দুটি মাথা।
চিকিৎসকরা জানান, ডাক্তারি পরিভাষায় এটি অস্বাভাবিক বৃদ্ধি। আর এই রোগের নাম অক্সিরিটার মেনিনজিও।
তাহেরা বিবির স্বামী মনিরুল ইসলাম জানান, অদ্ভূত এই সন্তানের জন্ম হওয়া দেখে তাঁরা রীতিমতো অবাক হয়ে যান।
অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ তারিফ হোসেন জানান, বাড়ি ফেরত যাওয়ার পরও ওরা হাসপাতাল এসেছিলেন। এটা এক ধরনের টিউমার বলে মনে হচ্ছে। সাধারণত দুটো মাথা নিয়ে শিশুদের জন্ম গ্রহন করলে তাকে ডাক্তারি পরিভাষায় ডাইসেফালিক প্যারাফেসা বলে। তবে এক্ষেত্রে বিষয়টা অন্যরকম। আমাদের পরিভাষায় একে অক্সিবিটার মেননিজিও সেফালোসিস বলা যেতে পারে।
এসএ/