পরকীয়া প্রেমিকাকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়ায় অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় নাটকীয় মোড়। তদন্তে উঠে এসেছে পরকীয়ার প্রেমের কাহিনী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি হওয়ায় সম্পর্কের টানা পোড়েনের জেরেই খুন হয়েছেন তরুণী। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (২০ এপ্রিল) রাতে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে উদ্ধার হয়েছিল এক তরুণীর রক্তাক্ত দেহ।
পরবর্তীতে জানা যায়, তাঁর নাম টুম্পা দত্ত। এই খুনের কারন নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কারন, নাম ছাড়া মৃতের কোনও তথ্যই পাচ্ছিলেন না তদন্তকারীরা। অবশেষে রহস্যভেদ হল। পুলিশের তরফে জানানো হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় মান্না নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছে, এই যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মৃত টুম্পার। যার জেরে এই পরিণতি।
জানা যায়, সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের সঙ্গে পরিচয় হয়েছিল টুম্পার। ক্রমেই কথাবার্তা আন্তরিকতা বৃদ্ধি পেতে থাকে। তৈরি হয় ঘনিষ্ঠতা। পরবর্তীতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তাঁরা। সূত্রের খবর, সম্প্রতি প্রেমিকের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে ছিলেন টুম্পা। যা মেনে নিতে পারেননি সঞ্জয়। সেই কারণেই প্রেমিকাকে খুন।
পুলিশের দাবি, খুনের পরিকল্পনা করেই ঘটনার দিন প্রেমিকাকে বাইকে করে বাড়ি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে নিয়ে গিয়েছিল সঞ্জয়। সেখানেই গলার নলি কেটে খুন করে। এরপর দেহ ফেলে রেখে বাইক চালিয়ে বাড়ি ফিরে আসে সে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে পুলিশের জালে গ্রেফতার হলেন প্রেমিক সঞ্জয় মান্না।
এসএ/