বলিউডে পা রাখছেন অজয়-কাজল কন্যা নাইসা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কিছুদিন আগে সচিন তেন্ডুলকার এর কন্যা সারা তেন্ডুলকর এর বলিউডে ডেবিউ করার খবর ভাইরাল হয়েছিল। এবার পাপারাৎজিদের নজর অজয় দেবগণ ও কাজল এর কন্যা নাইসা দেবগণ এর উপর। অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন নাইসা দেবগণ। এমনিতেও বিতর্ক নাইসার নিত্যসঙ্গী। তাঁর দাদু বীরু দেবগণ এর মৃত্যুতে ভেঙে পড়ে ছিলেন নাইসা।
সেই সময় অজয় মেয়েকে বলেন, একটু বিউটি পার্লার অথবা তাঁর পছন্দ মত স্থান থেকে ঘুরে আসতে। নাইসার এক বান্ধবী তাঁকে বিউটিপার্লারে নিয়ে গিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হতেই ট্রোলড হতে হয় নাইসাকে। মেয়ের পাশে সেদিন দাঁড়িয়েছিলেন অজয়।
তিনি বলেছিলেন, তিনিই নাইসাকে বলেছিলেন বিউটিপার্লারে যেতে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আবার ও মুখ খুলেছেন অজয়।
তিনি জানিয়েছেন, অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিতে তাঁদের মেয়ে নাইসা ও ছেলে যুগকে কখনও জোর করেননি তিনি বা কাজল।
অজয়ের মতে, তাঁর সন্তানরা যাই করুন, তাঁদের সেই কাজের উপর ভরসা রাখতে হবে ও প্রচুর পরিশ্রম করতে হবে।
অজয় জানিয়েছেন, নাইসা বা যুগ যে পেশাতেই যান না কেন, তিনি ও কাজল সবসময়ই তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
স্টার কিডদের নিয়ে যখন পাপারাৎজিদের উন্মাদনা তৈরি হয়, তখন নাইসা ও যুগকে স্পট লাইট থেকে দূরে রাখতে চেয়েছেন অজয় ও কাজল। তবে গত বছর নাইসার স্কুলের একটি ভিডিওতে নাইসাকে বোলে চুড়িঁয়া ও তেরে নয়না, গানে নাচতে দেখা গিয়েছিল। নেটিজেনদের কাছে তার নাচ প্রশংসিত হয়েছিল।
এসএ/