পাঁচিল নিয়ে বিবাদ, গৃহবধূর স্নানের দৃশ্য ভাইরাল করল প্রতিবেশী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের বিবাদ ছিল বেশ কিছুদিন ধরে। সে বিবাদ গড়িয়েছে আদালত পর্যন্ত। এর মাঝেই একপক্ষের পরিবারকে শায়েস্তা করতে মহিলার স্নানের দৃশ্য ক্যামেরা বন্দি করে ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।
এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া থানার কুলগাছিয়া একালায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কয়েক সপ্তাহ আগে প্রতিবেশী এই কুকীর্তি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে গত শনিবার গৃহবধূর পরিবারের পক্ষ থেকে হাওড়ার গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।
অভিযোগ দায়ের হয়েছে প্রতিবেশী তারক হাজরা, বাপন হাজরা ও সুরেশ হাজরার বিরুদ্ধে। তদন্ত করেছে পুলিশ। যদিও এখনও পলাতক অভিযুক্তরা। পুলিশ ও পরিবার সূত্রে প্রকাশ, একটি পাঁচিলকে কেন্দ্র করে তারকদের সঙ্গে ওই গৃহবধূর পরিবারের বিবাদ চলছিল।
অভিযোগ, ওই গৃহবধূর পরিবারকে শায়েস্তা করতে তারক গৃহবধূর স্নানের দৃশ্য মোবাইলের ক্যামেরাবন্দি করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। বিষয়টি নিয়ে ওই গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা প্রথমে কিছুই বুঝতে পারেননি। সপ্তাহ খানেক ধরে ওই বধূ হঠাৎই লক্ষ্য করেন, রাস্তায় বের হলে তাঁকে দেখে এলাকার ছেলেমেয়েরা হাসছে। বাঁকা চোখে দেখছে। এমনকি, অনেক মহিলা ও মুখ ঢেকে হাসাহাসি করছে। একদিন ওই ছেলেমেয়েদের কৌতূহলবশত বিষয়টি জানতে চান তিনি। জানতে পারেন, তাঁর স্নানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তারপর তিনি ক্ষোভে, লজ্জায় কাঁদতে থাকেন, ভেঙে পড়েন। তাছাড়া সেই ভিডিও তাঁর ছেলের হাতে এসে পৌঁছায়। এরপরই তাঁরা খোঁজ খবর করতে শুরু করেন। পুরো বিষয়টি জানতে পারেন। শেষে গত শনিবার গৃহবধূ বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গৃহবধূর দাবি, তারকরি আমাদের শায়েস্তা করতে লুকিয়ে স্নানের দৃশ্য মোবাইল বন্দি করে। তারপর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এসএ/