রাশিয়া সফরে গিয়ে সমালোচনার মুখে জাতিসংঘ মহাসচিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাশিয়া সফরে গিয়ে সমালোচনার মুখে জাতিসংঘ মহাসচিব

কিয়েভের আগে মস্কো সফরে যাওয়ায় ইউক্রেন সরকারের সমালোচনার মুখে পড়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। বুধবার (২৭ এপ্রিল) ইউক্রেনিয়া-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে গুতেরেসের ওপর ক্ষোভ প্রকাশ করেন মিখাইল পোডোলিয়াক। 

ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বলেন, বিদেশি কোনো নেতা কিংবা আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে জাতিসংঘ প্রতিনিধির ইউক্রেনে কি ঘটছে তা নিজ চোখে দেখার জন্যে প্রথমে কিয়েভ সফরে না এসে রাশিয়ায় যাওয়া বিস্ময়কর।

রাশিয়া যাওয়ার আগে বিদেশি নেতা কিংবা আন্তর্জাতিক সংস্থার কোনো প্রতিনিধির আগে ইউক্রেন সফর করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর বিরুদ্ধে দূর্বলতা ও উদাসীনতার অভিযোগ তুলে বলেছেন, আমি মনে করি আমাদের বুঝা উচিত কিছু আন্তর্জাতিক সংস্থা, ইন্সস্টিটিউট অনেকটাই দূর্বল। আমি মনে করি অনেক আন্তর্জাতিক সংস্থা কিংবা ইন্সস্টিটিউট যাদের মানবিক কিংবা নিরাপত্তা সমস্যা মোকাবেলার করার কথা তারা এসব বিষয়ে উদাসীন।

এর আগে মঙ্গলবার কোনো এক সময় মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস।

বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন মারিউপোলে জাতিসংঘের ভূমিকায় ‘নীতিগতভাবে’ একমত পোষণ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে জাতিসংঘ প্রধানের রাশিয়া সফরে প্রবল আপত্তি জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু সেই আপত্তি আমলে নেননি গুতেরেস।

এসএ/