এবার ভারতে গরু ধর্ষণ!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বর্তমানে অপরাধ প্রবণতা দিন দিন উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সমানে ধর্ষণের একাধিক অভিযোগ উঠে আসছে। তবে বর্তমানে মানুষের এই পাশবিক আচরণ এর হাত থেকে জীবজন্তুরা ও রেহায় পাচ্ছে না।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের লখনউ জেলার সরোজনীনগর নামক এলাকার বাসিন্দারা এমনই এক ঘটনার সাক্ষী থাকলেন, সেখানে একটি গরুর উপর ধর্ষণের অভিযোগ উঠল সেই এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। গত শনিবার মাজিদ নামের একব্যক্তি একটি গরুকে ধর্ষণ করে বলে অভিযোগ।
প্রায় তিনদিন পেরিয়ে যাওয়ার পর তার প্রতিবেশী একব্যক্তি সিসিটিভি ফুটেজে এই ঘটনাটি প্রথম দেখতে পান। ক্যামেরায় গরুর সাথে মাজিদের এহেন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে পড়েন তিনি এবং এরপর পুরো ঘটনাটি গরুটির মালিক জিতেন্দ্র যাদবকে জানান। ফলে পুরো ঘটনাটি সামনে আসার পর পুলিশের কাছে মাজিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জিতেন্দ্র যাদব এবং দ্রুত তদন্তে নেমে পড়ে সরোজনী নগর থানার পুলিশ। ঘটনাটি গোটা এলিকায় ছড়িয়ে পড়ার পর সকলেই ক্ষোভে ফেটে পড়ে এবং নিজেরাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি শুরু করে দেয়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মাজিদকে দারোগা খেরা নামক অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। সরোজনীনগর থানার পুলিশ এসএইচও সন্তোষ কুমার বলেন, গত শনিবার একটি গরুকে ধর্ষন করা হয়েছে। এই ঘটনাটি তার এক প্রতিবেশীর নজরে আসে এবং তিনি জিতেন্দ্র যাদবকে পুরো ঘটনাটি জানানোর পর আমাদের কাছে অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে আমরা অভিযুক্ত ব্যক্তিকে জেল হেফাজতে নিয়েছি এবং তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। নিরীহ জীবজন্তুদের উপর এহেন ঘটনা অবশ্য নতুন নয়। এর পূর্বে ও ভারতের রাজস্থানে অপর এক গরুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে সর্বত্র এবং পরবর্তীতে। সেই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কয়েকদিন আগে ধর্ষণ করা হয় গুইসাপকে।
এসএ/