মাথা ঠিক ছিল না তাই খুন করে দিয়েছি!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মাথা ঠিক ছিল না তাই খুন করে দিয়েছি!

বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে স্ত্রীকে খুন করল স্বামী। তরুণীকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়ে হত‍্যা, পুলিশের কাছে সম্পূর্ন ঘটনা স্বীকার করল সে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের রামগড় গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম প্রসেনজিৎ বিজলি।

দাসপুর পুলিশ সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় অভিযুক্ত নিজেই গ্রাম পুলিশ সুশান্ত কপাটের কাছে হাজির হয়। এরপর সে জানায়, তাঁর স্ত্রী আস্থা বিজলিকে গলায় ফাঁস লাগিয়ে খুন করেছে। এরপর ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। ওসি অমিত মুখোপাধ‍্যায়ের নিকট কান্নায় ভেঙে পড়ে অভিযুক্ত। 

সে জানান, রাগের বশে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে স্ত্রীকে ঝুলিয়ে দিয়েছে। 

ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী জানান, অভিযুক্ত স্বামী প্রসেনজিৎ বিজলিকে গ্রেফতার করা হয়েছে। মৃত আস্থা বিজলির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে প্রেরণ করেছে দাসপুর থানার পুলিশ। প্রায় ৫ বছর ধরে সংসার করছে প্রসেনজিৎ এবং আস্থা। তাদের একটা এক বছরের সন্তানও রয়েছে।

এসএ/