রাস্তায় ভেসে বেড়াচ্ছে মেঘ!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কলম্বিয়ার রাজধানী বোগোতার কাছে মস্কেরা শহরে হঠাৎ করে দুর্গন্ধযুক্ত নোংরা ফেনার আনাগোনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি নদীতে ফেলা ডিটারজেন্টের ফেনা জমে জমে বাতাসে উড়ে শহরে প্রবেশ করছে।
বর্ষা মৌসুম ও নদীর পানিতে উদ্ভিজ্জ বস্তুর উপস্থিতির কারণে এই সমস্যা বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে বলে এক টুইটবার্তায় জানান শহরের মেয়র জিয়ান জেরোমেতা। নদীর পানি পরিষ্কার করা হলে কয়েকদিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
এই ফেনা বিষাক্ত কিনা, তা নিয়ে শহরবাসী চিন্তিত হলেও তিনি বলেন, গণস্বাস্থ্যের ওপর এর কোনো বিরুপ প্রভাব নেই বলে এক গবেষণায় নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় অধিবাসীরা বলছেন, দিনের পর দিন এই ফেনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। এক স্থানীয় বলেন, 'এর মধ্যে কেউ পড়ে গেলে তো তাকে আর খুঁজেই পাওয়া যাবে না।'
আরেক দোকানদার অভিযোগ করে বলেন, দুর্গন্ধের যন্ত্রণায় দোকান থেকে পালিয়ে যাচ্ছেন ক্রেতারা। যার ওপর এই ফেনা পড়ে তাই পচে যায় বলে অভিযোগ করেন তিনি।
এসএ/