আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলের একটি মসজিদে জুম্মার নামাজের পর শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহত সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়েছে। 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বেসমুল্লা হাবিব জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় ২টা নাগাদ পশ্চিম কাবুলের খালিফা আগা গুল জান মসজিদে এই বিস্ফোরণ ঘটে। রমজানের শেষ জুমার দিনে শত শত মুসল্লি নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবানের নিরাপত্তা বাহিনী বিস্ফোরণের স্থান ঘিরে রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন ইসলামী 

রয়টার্স জানায়, নামাজের সময় ওই বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর বহু ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মসজিদের কাছের এক হাসপাতালের নার্স জানান: হামলায় গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন ব্যক্তিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।

দেশটিতে বেসামরিক লোকদের টার্গেট করে আইএস এর এটি সর্বশেষ হামলা বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

এসএ/