সিলেটে পরিত্যক্ত পশু প্রজনন কেন্দ্র থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

সিলেট ব্যুরো: সিলেট নগরীর নাইওরপুল থেকে রোববার সকাল ১১টার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নাইওরপুল এসএ পরিবহন কার্যালয়ের পাশে পরিত্যক্ত পশু প্রজনন কেন্দ্রে এ ঘটনা ঘটে৷ সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধা করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে৷ ঘটনাস্থলে সিআইডি সদস্যরাও উপস্থিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, নাইওরপুল এসএ পরিবহন কার্যালয়ের পাশে পরিত্যক্ত পশু প্রজনন কেন্দ্র থেকে গলায় ফাস দেওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডিও কাজ করছে। তবে কেন এই ঘটনা ঘটেছে তা নিয়ে এখনি কিছু বলা যাবে না।
তিনি আরও বলেন,নিহত স্থানীয় কেউ না। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জন্মাষ্টমী শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে স্লোগান, আটক ৬

মৌলভীবাজারের সিসি ক্যামেরাগুলো বিকল, প্রশাসনের নীরবতায় বাড়ছে অপরাধ

স্থলমাইনে আহত বন্যহাতির হামলায় ডাক্তারসহ আহত ১৫

রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার
