শীতে পা ও মোজার দুর্গন্ধ দূরের সহজ উপায়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শীতে পা ও মোজার দুর্গন্ধ দূরের সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক: শীতকালে অনেকেরই পা ঘামে বিশেষ করে পায়ের মোজায় সৃষ্টি হয় তীব্র দুর্গন্ধ। মোজা থেকে তৈরি হওয়া দুর্গন্ধের ফলে অনকের লজ্জায় পড়তে হয়।

কিছু টিপস মেনে চলতে আপনি এড়াতে পারবেন এই বিব্রতকর পরিস্থিতি। জেনে নিন মোজার দুর্গন্ধ দুর করার সহজ কিছু টিপস।

১. জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা লাগিয়ে রাখুন। পরদিন জুতোর ওই অংশটি মুখে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতার ক্ষেত্রে কখনো কেকিং সোড়া ব্যবহার করবেন না।

২. ব্যবহৃত মোজায় ২ টেবিল চামচ কেকিং সোডা রেখে বেঁধে জুতায় রেখে দিতে পারেন। পরেরদিন সেই মোজায় দেখবেন কোন গন্ধ নেই।

৩. জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে নেই হয়ে যাবে।

৪.স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। এতে করে জুতার দুর্গন্ধ দূর হবে।

৫.কয়েকটি লবঙ্গও ফেলে রাখতে পারেন। এছাড়া ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রেখে দিন। ঘন্টাখানেক পর টি ব্যাগ সরিয়ে ফেলুন।

ওআ/