মালা বদলের পরেই প্রাক্তন প্রেমিকের গুলিতে নববধূ খুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিয়ে করে নতুন জীবনে পা দিতে চলেছিলেন। কিন্তু মালা বদলের পরেই প্রাণ গেল তাঁর। তাও প্রাক্তন প্রেমিকের হাতে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মুথুরা জেলার নৌঝিল এলাকায় এমন ভয়ানক ঘটনা নিয়ে আতংকের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে শীঘ্রই এ ঘটনার তদন্ত করা হবে।
পুলিশ সূত্রে প্রকাশ, মৃতার নাম কাজল। নয়ডাবাসী একব্যক্তির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাঁর।
স্থানীয় সূত্রে প্রকাশ, বিয়ের আগে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কাজলের। কিন্তু অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত নেয় কাজল। বিয়ের খবরে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিল কাজলের প্রাক্তন প্রেমিক।
পুলিশ জানিয়েছে, বর এবং পাত্র পক্ষের লোকজনকে হুমকি দিয়েছিল অভিযুক্ত প্রেমিক। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। এর পরেই বিয়ে শুরু হয়। শুক্রবার ভোর রাতে দেড়টা নাগাদ শেষ হয় মালাবদলের অনুষ্ঠান। তারপরে নিজের ঘরে যান কাজল। সেখানেই তাঁর দিকে গুলি চালায় এই অভিযুক্ত ব্যক্তি।
পুলিশ আরো জানায়, গুলি লাগার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় কাজলের। তার বাম চোখের নিচে গুলি লেগে ছিল। কাজলের বাবা খুবিরাম প্রজাপতি জানিয়েছেন, মালা বদলের পরে আমার মেয়ে ঘরে গিয়েছিল। সেখানেই অপরিচিত এক ব্যক্তি এসে গুলি করে দিয়ে চলে যায়। আমি বিশ্বাস করতে পারছিনা এটা কি হয়েছে। ঘটনার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তবে অভিযুক্ত ব্যক্তি সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
মুথুরা গ্রামীণ এলাকার পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। সবদিক থেকেই এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
এসএ/