চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা দিল তরুণীকে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা দিল তরুণীকে

শ্লীলতাহানির চেষ্টাকে প্রতিহত করায় ২৫ বছর বয়সী এক তরুণীকে একটি চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার খাজুরাহোর কাছে উত্তর প্রদেশের বাসিন্দা ওই তরুণীকে ছুঁড়ে ফেলা হয় বলে শনিবার একজন কর্মকর্তা জানিয়েছেন। খবর এনডিটিভির। 

বুধবার রাতের ওই ঘটনায় আহত তরুণীকে ছাতারপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 

জবলপুরের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসপি) বিনায়ক ভার্মা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, একজন পুরুষ সহযাত্রী ওই তরুণীকে শ্লীলতাহানি করার চেষ্টা করেন। ওই তরুণী বাধা দেওয়ায় তাকে  চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

খাজুরাহো (এমপি) এবং মাহোবা (উত্তরপ্রদেশ) স্টেশনের মধ্যে একটি যাত্রীবাহী ট্রেনে ২৭ এপ্রিল রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এসপি। 

এসএ/