১৫ বছর লিভ ইন, একইসঙ্গে ৩ প্রেমিকাকে বিয়ে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রেমিকার সংখ্যা ৩ জন। তাঁদের সঙ্গে লিভ ইন সম্পর্ক গত ১৫ বছর ধরে। ৩ প্রেমিকার গর্ভের ৬ সন্তানের পিতা ও বটে। সেই যুবক অবশেষে বিয়ে করলেন। ৩ প্রেমিকার কাউকেই বঞ্চিত করেননি। ফলে এক বিয়ের আসরে দেখা যায় ৩ কনেকে। ৩ জনকে এক ছাদনাতলায় বিয়ে করে চমকে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক যুবক।
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত আলিরাজপুরের। এনিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে রাজ্য ছাড়িয়ে দেশে, তিনি বছর ৪২ এর যুবক সমর্থ মৌর্য। সমর্থ আলিরাজপুর জেলার নাগপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান।
জানা যায়, তাঁর সঙ্গে ৩ তরুণীর সম্পর্ক বিগত ১৫ বছরের। বতর্মানে তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। বিয়ের আসরে উপস্থিত ছিল সমর্থের ৬ সন্তান। তারা বাবা ও ৩ মায়ের বিয়ে উপভোগ করেছে বলেই খবর। তিনদিন ধরে পালিত হয় বিয়ের যাবতীয় রীতি। অনেকেই প্রশ্ন তুলেছেন, একব্যক্তি কি একসঙ্গে তিনজন মহিলাকে বিয়ে করতে পারেন?
উল্লেখ্য, সমর্থ আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আদিবাসীদের মধ্যে রীতি রয়েছে, একজন পুরুষ একাধিক মহিলার সঙ্গে লিভ ইন করতে পারেন। পরে বিয়ের সিদ্ধান্ত ও নিতে ও পারেন। আইন কি এই স্বীকৃতি দেয়?
এই বিষয়ে আলিরাজপুরের ডিস্ট্রিক্ট কালেক্টর রাঘবেন্দ্র সিং বলেন, আদিবাসী সম্প্রদায়ের পুরুষের একাধিক মহিলাকে বিয়ে করা বৈধ কিনা, এ বিষয়ে আমি এখন মন্তব্য করব না। তবে আদিবাসীদের নিজস্বরীতি এবং আচার রয়েছে। যাকে আমরা সম্মান করি।
যাকে নিয়ে এতকথা, সেই সমর্থ বলেন, আমি সমস্ত বিধিনিয়ম মেনে তিন প্রেমিকার সঙ্গে বিবাহ বদ্ধনে আবদ্ধ হয়েছি। এর ফলে সমাজের বিভিন্ন রীতি রেওয়াজে এবার থেকে অংশ নিতে পারব। মন্দিরে প্রবেশ করার অধিকার পাব। ভবিষ্যতে আদিবাসী রীতি মেনে আমার ছেলেমেয়েদের বিয়েও দিতে পারব।
এসএ/