বুলডোজার দিয়ে শিশু ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিল পুলিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বুলডোজার দিয়ে শিশু ধর্ষকের বাড়ি গুঁড়িয়ে দিল পুলিশ

ভারতের মধ‍্যপ্রদেশের মোরেনার দেবগড় থানা এলাকার খিটোরা গ্রামে ৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে। বাবার জন‍্য এক বান্ডিল বিড়ি আনতে দোকানে গিয়েছিল নিষ্পাপ মেয়েটি। অভিযুক্ত দোকানদার রিংকু শর্মা নিরীহ মেয়েটিকে চকলেট ও বিস্কুট দিয়ে প্রলোভন দেখিয়ে তাকে দোকানের পেছনের ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। 

ঘটনা চাউর হতেই গ্রামে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ  অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো আইনের ধারায় মামলা নথিভুক্ত করেছে এবং  ২৪ ঘন্টার মধ‍্যে বুলডোজার চালিয়ে তার বাড়ি ভেঙে দিয়েছে। নির্যাতিতা নাবালিকাকে চিকিৎসার জন‍্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, দেবগড় গ্রামের বাসিন্দা ৬ বছর বয়সী এক কিশোরী মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সময় তার বাবার জন‍্য বিড়ি কিনতে দোকানে গিয়েছিল। দোকানদার রিংকু শর্মা(৩২) তাকে চকলেট দিয়ে প্রলোভন দিয়ে দোকানের ভিতরে একটি ঘরে নিয়ে যায়। সেখানে কিশোরীকে মুখ বন্ধ করে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্ত মুখ খুললে কিশোরীকে হত‍্যার ও হুমকি দেয়। নির্যাতিতা মেয়েটি কোন মতে কাঁদতে কাঁদতে তার বাড়িতে গিয়ে পুরো ঘটনা পরিবারের সদস‍্যদের জানায়। 

নিষ্পাপ শিশুটিকে নিয়ে থানায় পৌঁছায় পরিবার। সেখানে পুলিশ কিশোরীর বয়ান রেকর্ড করে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। নির্যাতিতা কিশোরীকে চিকিৎসার জন‍্য হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এরপর পুলিশ দ্রুত ব‍্যবস্থা নিয়ে এসডিএমের উপস্থিতিতে অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালিয়ে তা ভেঙে দেয়। একই সঙ্গে যুক্তদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। 

এসএ/