শ্রীলংকায় আবারও জরুরি অবস্থা জারি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শ্রীলংকায় আবারও জরুরি অবস্থা জারি

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জের দেশজুড়ে চলমান জনবিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি করেছেন দেশটির রাষ্ট্রপতি। শুক্রবার (৬ মে) রাতে সরকারি এক গেজেটে জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করা হয়।

জরুরি অবস্থা জারির কারণ হিসেবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষে বলেছেন, জননিরাপত্তা, শৃঙ্খলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি সেবা ঠিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত কয়েক মাস ধরেই রিজার্ভ সংকটের কারণে শ্রীলঙ্কায় পণ্য আমদানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যে কারণে দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে কল্পনাতীতভাবে। তীব্র জ্বালানি সংকটের কারণে দিনের অর্ধেকের বেশি সময় থাকতে বিদ্যুতবিহীন। আর এসব কারণে দেশটিতে জনবিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

ওআ/