এবার নিষেধাজ্ঞার কবলে পুতিনের বান্ধবী কাবায়েভা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবী এলিনা কাবায়েভা। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজের খসড়ায় নাম রয়েছে এলিনার।
এছাড়াও নাম এসেছে রুশ ধনকুবের, রাজনীতিবিদ এবং পুতিন ঘনিষ্ঠ অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্নভাবে পুতিনের কাছ থেকে উপহার বা অনুগ্রহ পেয়েছেন তাদের নামও আছে।
শুক্রবার ইইউ কমিশন জানিয়েছে, এই পর্যায়ে কারো নাম যুক্ত হতে পারে আবার কারো নাম বাদও পড়তে পারে। ইইউ এখনো এই খসড়া প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সই করেনি।
তবে বেলিজিয়ামের ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে রাষ্ট্রদূতদের বৈঠকে এটি সই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে আলোচনা চলমান। অপেক্ষা করতে হবে সিদ্ধান্তের জন্য।
অলিম্পিক স্বর্ণ জয়ী রিদমিক জিমন্যাস্ট এলিনা কাবায়েভার সাথে পুতিনের সম্পর্কের কথা চাউর এক দশকেরও বেশি সময় ধরে। তবে পুতিন বরাবরই এ সম্পর্ক অস্বীকার করে আসছেন।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপান পুতিনের কন্যা মারিয়া ভরন্তসোভা ও ক্যাটেরিনা তিখোনোভার উপরও নিষেধাজ্ঞা আরোপ করে।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই আলোচনায় পুতিনের ব্যক্তি জীবন। তার কথিত বান্ধবী এলিনা কাবায়েভাকে নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম।
তখন থেকেই পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, পুতিনের বান্ধবী ও তার কয়েক সন্তানের মা কাবায়েভাকে লক্ষ্য বানাতে পারে ইইউসহ পশ্চিমা বিভিন্ন দেশ।
২০১৩ সালে পুতিন ৩০ বছর সংসারের পর স্ত্রী লুদমিলাকে ডিভোর্স দেন। এরপর কাবায়েভাকে ‘রাশিয়ার ফার্স্ট লেডি’ বলা শুরু হয়। পরে তিনি প্রকাশ্যে এই সম্পর্ক অস্বীকার করেন।
এসএ/