অধিনায়ক হয়েই ১৭ ছক্কায় স্টোকসের বিধ্বংসী সেঞ্চুরি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অধিনায়ক হয়েই ১৭ ছক্কায় স্টোকসের বিধ্বংসী সেঞ্চুরি

ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পরই ব্যাটের ধার দেখিয়ে দিলেন বেন স্টোকস। এই ইংলিশ অল-রাউন্ডার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু-তে ডারহামের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে ৬৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার দেড়শ ছাড়ানো ইনিংসে ছিল ৮টি চার এবং ১৭টি ছক্কা। সেই ১৭ ছক্কার মাঝে এক ওভারেই মেরেছেন টানা পাঁচটি।

গতকাল শুক্রবার  উস্টারের কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন স্টোকস। তখন তার দলের রান ৪ উইকেটে ৩৬৪। বাউন্ডারি মেরে রানের খাতা খুললেও পরে কিছুটা সময় ধীরগতির ছিলেন। ৩০ বলে ১২ রান করার পর  এডওয়ার্ড বার্নার্ডকে পরপর বাউন্ডারি মেরে হাত খোলেন। ফিফটি পূর্ণ করেন ৪৭ বলে। পরের ফিফটি করতে সময় নিয়েছেন মাত্র ১৭ বল!

জস বেকারকে লং অন দিয়ে বিশাল ছক্কা মেরে তিনি ৬৪ বলে সেঞ্চুরি পূরণ করেন। ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আগের রেকর্ড ছিল পল কলিংউডের (৭৫ বলে)। অবশেষে বিস্ফোরক স্টোকসকে থামান লেগ স্পিনার ডি'অলিভেইরা। তার বলে ছক্কা মারতে গিয়েই বাউন্ডারিতে ধরা পড়েন ৮৮ বলে খেলেন ১৬১ রান করা স্টোকস।

এসএ/