বাংলার মানুষ বিএনপির রাজনীতি ঘৃণা করে: খালিদ মাহমুদ চৌধুরী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাংলার মানুষ বিএনপির রাজনীতি ঘৃণা করে: খালিদ মাহমুদ চৌধুরী

হাওয়া ভবনের নির্দেশে দুর্নীতিবাজ ও খুনি তারেক জিয়ার নির্দেশে সুপরিকল্পিতভাবে আহসান উল্লাহ মাস্টার এমপিকে হত‍্যা করা হয়েছিল। গাজীপুরবাসী ও বাংলার মানুষ এ হত‍্যাকান্ড মেনে নিতে পারেনি। গাজীপুরবাসী সেদিন গাজীপুরকে অচল করে দিয়েছিল। ২০০১-০৬ সাল ছিল বাংলাদেশ অন্ধকারের যুগ।

সে সময় শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই সৃষ্টি করা হয়েছিল। এমপিদের হত‍্যা করা হয়েছে। গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত‍্যা করার পরিকল্পনা করা হয়েছিল। তিনি বেঁচে আছেন; কিন্তুু আইভি রহমানসহ ২৪ জন তাজাপ্রাণ সেদিন ঝরে পড়েছিল। আহসান উল্লাহ মাস্টারের স্বপ্ন শ্রমিক সমাজের অধিকার আজ বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মান মর্যাদা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর রক্ত বৃথা যায়নি। বঙ্গবন্ধুর হত‍্যার বিচার হয়েছে; কিন্তু হত‍্যাকারিরা নির্মূল হয়নি। 

তাদেরকে নির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বিএনপি দেশের উন্নয়নে  খুশি হতে পারেনা। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে  লিপ্ত। বাংলার মানুষ বিএনপির রাজনীতি ঘৃণা করে; বাংলাদেশে তাদের রাজনীতি প্রতিষ্ঠিত হবেনা।

শনিবার (৭ মে) গাজীপুরের হায়দরাবাদে শহীদ আহসান উল্লাহ মাস্টার এর ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে প্রতিমন্ত্রী মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।

এসএ/