চাকরি পেয়েই ভুলে গেলেন প্রেমিক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চাকরি পেয়েই ভুলে গেলেন প্রেমিক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

দুজনে প্রেম করছেন দীর্ঘদিন যাবত। তাদের দুজনের বাড়ির সবাই তাদের সম্পর্কের বিষয়ে অবগত। কিন্তু তারপরে ও চাকরি পেয়েই সম্পর্কের অবসান চাইলেন প্রেমিক! অন্তত এমনটাই দাবি করে বসলেন প্রেমিকা সঙ্গীতা রায়। 

ভারতের পশ্চিমবঙ্গের ধুপগুড়ির কালীরহাটের বাসিন্দা শালবাড়ি উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক শুভস্কর রায় নামক ব‍্যক্তির বাড়ির সামনে নিজের ওপর হওয়া অনাচারের বিচার চেয়ে অনশনে বসেছেন সঙ্গীতা। সে নিজে বন সহায়ক পদে কর্মরত। 

তিনি জানিয়েছেন, তার এবং তার প্রাক্তন প্রেমিক শুভস্করের গত ৬ বছর ধরে সম্পর্ক। কিন্তু গত ১লা এপ্রিল অন‍্য একজনের মাধ‍্যমে শুভস্কর তাকে জানায় যে তিনি আর এই সম্পর্ক এগিয়ে  নিয়ে যেতে চান না। সে সঙ্গীতাকে বিয়ে করতে পারবে না। প্রাথমিকভাবে এপ্রিল ফুল মনে করলেও আমি কিছু সময় পরেই বুঝতে পারি যে শুভস্কর মিথ‍্যে বলছে না। তাই তার বাড়ির সামনে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছি। 

শুভস্করের পরিবার জানায়, ঘটনায় সম্পূর্ণ চমকে গেছি আমরা। এই সিদ্ধান্ত আমাদের নয়। দুজনের বিয়ের ব‍্যাপারে কোনও আপত্তিই ছিল না আমাদের। হঠাৎই শুভস্কর এমন সিদ্ধান্ত  কেন তা তার বাড়ির লোক জানে না। 

সঙ্গীতা জানিয়েছেন, সে বিয়ের ব‍্যাপারে তার বাড়ির লোক শুভস্করের বাড়ির লোকের সঙ্গে কথাও বলেছেন। তারা আপত্তি করেননি। শুধু কিছুটা সময় চেয়েছেন। এখন আমার প্রশ্ন যদি বিয়ে না করাই ছিল তবে এতদিন তাকে সম্পর্কের নাটক দেখানো হল কেন। 

এনিয়ে এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে।

এসএ/