বোরখা সরিয়ে সেলফি নিলেই হামলা!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি
বোরখা সরিয়ে সেলফি নিলেই পড়তে হবে বিপদে। রাস্তাঘাটে কোনও ভাবেই হিজাব ও বোরখা খোলা যাবে না। যদি কাউকে এভাবে ঘুরতে বা পথে কোনও ধরনের অসভ্য আচরণ করতে দেখা যায় তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে না। এভাবেই ম্যাঙ্গালুরুর মুসলিম মহিলাদের বিরুদ্ধে হুমকি দিয়েছে এক হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের। ওই গ্রুপের নাম মুসলিম ডিফেন্স ফোর্স। ইতিমধ্যে ওই গ্রুপের সদস্যদের খোঁজে তদন্তে নেমে পড়েছে ম্যাঙ্গালুরুর পুলিশ।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, একটি হোয়াটসঅ্যাপ বার্তা পুলিশের নজরে এসেছে। সেখানে কন্নড় ভাষায় লেখা হয়েছে, বহু মলের বেসমেন্টে দেখা গিয়েছে মহিলারা বোরখা পরে অসভ্য আচরন করছে। আমাদের কর্মীরা তাদের হুমকি দিয়েছে। জানিয়ে দিয়েছে, আর যেন তাদের আর এমন করতে না দেখা যায়। তাহলেই তাদের মারধর হবে। সেই সঙ্গে ওই গ্রুপের তরফে হুমকি দেওয়া হয়েছে, কাউকে প্রকাশ্য অসভ্যতা করতে দেখলেই ব্যবস্থা নেবে তারা। কেউই রাস্তায় বেরনোর সময় বোরখা, হিজাব না পরে বেরতে পারবে না। মেয়েরা যাতে এই বিষয়টা মেনে চলে তা খতিয়ে দেখতে তাদের অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে।
স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার শশী কুমার সাংবাদিকদের জানিয়েছেন, একটি হোয়াইটসঅ্যাপ গ্রুপের সন্ধান মিলেছে যারা নিজেদের মুসলিমদের অধিকারের রক্ষাকর্তা বলে দাবি করেছে। তারা হুমকি দিয়েছে, যে মুসলিম মহিলারা বোরখা পড়ে রাস্তায় বেরবে, তারা কোনওভাবেই প্রকাশ্যে সেলফি বা অন্যছবি তুলতে পারবে না। তাহলেই তাদের উপর হামলা করা হবে। তারা বহু মেয়েদের অভিভাবককেও সোশ্যাল মিডিয়ায় মেসেজ পাঠিয়েছে। আমরা পুরো বিষয়টিকেই খতিয়ে দেখছি।
উল্লেখ্য, এখনও এই গ্রুপের কাউকে আটক না করা হলেও পুলিশের তরফে তল্লাশি চালানো শুরু হয়ে গেছে।
এসএ/