প্রেমিকাকে শিক্ষা দিতে গাড়িতে আগুন, নিহত ৭
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রেমের প্রত্যাখ্যাত হয়ে জিঘাংসা। টেক নির্ভর যুগে এই প্রবণতা যেন বৃদ্ধি পেতে চলেছে। দিন কয়েক আগে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে এক প্রেমে প্রত্যাখ্যাত যুবক প্রকাশ্যেই নিজের প্রাক্তন প্রেমিকাকে কুপিয়ে খুন করেছে। এবার ইন্দোরের এক যুবক তার থেকেও ভয়ংকর কান্ড সংগঠিত করেছেন। প্রেমে প্রত্যাখ্যাত ওই প্রেমিক যুবকের প্রতিহিংসার বলি হতে হয়েছে ৭ জনকে।
শনিবার (৭ মে) সকালে ইন্দোরের বিজয়নগর এলাকার একটি আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ মৃত্যু হয়। আরও কয়েকজন আহত হয়। আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ংকর ছিল যে তা থেকে বাঁচতে অনেককে দেখা গিয়েছে ব্যালকনি থেকে ঝাঁপ দিতে। গোটা এলাকা কালো ধোঁয়ার ঢেকে গিয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে উদ্ধার কাজ ও ঠিকমতো করতে পারেননি দমকল কর্মীরা। প্রথমে মনে করা হচ্ছিল শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। কিন্তু পরে অগ্নিকান্ডের আসল রহস্য ফাঁস হতেই চক্ষু চড়কগাছ পুলিশের।
ইন্দোর পুলিশ সাংবাদিকদের জানিয়েছে এক প্রেমিকের পাগলামির খেসারত দিতে হয়েছে ওই ৭টি তরতাজা প্রাণ। শুভম দীক্ষিত ( ২৭) নামের যুবক ওই আবাসনেই এক যুবতীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিল। কয়েক সপ্তাহ আগে মেয়েটির সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। ওই যুবতী আবার শুভমকে ছেড়ে অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়াল। এমনকি নতুন প্রেমিকের সঙ্গে তাঁর বিয়ে ও ঠিক হয়ে যায়। যা সহ্য করতে পারেনি শুভম। অভিযোগ প্রাক্তন প্রেমিকাকে শিক্ষা দিতে শনিবার সকালে তাঁর স্কুটিতে আগুন লাগিয়ে দেয় ওই যুবক। উদ্দেশ্য ছিল, প্রাক্তন প্রেমিকার গাড়িটি পুড়িয়ে দেওয়া। তার তাতেই ঘটে যায় মহাবিপত্তি। প্রেমিকার গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে আবাসনের গ্যারাজের অন্য গাড়িগুলিতেও। আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে গাড়ি থেকে বিল্ডিংয়ে আগুন লাগে। তিন তলা আবাসন কার্যত পুড়ে ছাই হয়ে যায়। এ কান্ডে মৃত্যু হয় ৭ জনের। আহত হন বেশ কয়েকজন।
পুরো ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত শুভমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
এসএ/