শ্বশুর বাড়িতে ঢুকতে না দেয়ায় গৃহবধূর অনশন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শ্বশুর বাড়িতে ঢুকতে না দেয়ায় গৃহবধূর অনশন

শ্বশুর বাড়িতে ঢুকতে না দেওয়ায় অনশনে বসেছে এক গৃহবধূ। ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি আশিঘর ইস্টার্ন বাইপাস সংলগ্ন পূর্ব চয়ন পাড়ার ঘটনা। গৃহবধূর নাম পল্লবী রায়( ২৩)। 

জানা যায়, প্রায় ৪ বছর আগে আশিঘর পূর্ব চয়নপাড়ার বাসিন্দা চিরঞ্জিত বর্মনের সঙ্গে ৪৩ নম্বর ওয়ার্ডের প্রকাশনগরের বাসিন্দা পল্লবী রায়ের সামাজিক মতে বিয়ে হয়। 

পল্লবী রায়ের অভিযোগ, বিয়ের দুবছর পর থেকে শ্বশুর বাড়ির সদস‍্যরা তাকে মানসিক ও শারীরিকভাবে অত‍্যাচার শুরু করে। স্বামী ও বিভিন্নভাবে  অত‍্যাচার করতো। এনিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস‍্যার উপস্থিতিতে সালিশি সভা হয়। সেই সভায় স্বামী সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়। দুমাস ভাড়া বাড়িতে থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়। দু'মাস ভাড়া বাড়িতে থাকার পর ফের তাদের বাড়িতে নিয়ে অদ‍্যম শ্বশুর বাড়ির সদ‍্যসারা। তবে কিছুদিন যেতে না যেতেই ফের আমার ওপর অত‍্যাচার শুরু হয়। এরপর আমি বাবার বাড়িতে আসলে তাকে আর শ্বশুর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। 

রবিবার সকাল থেকে শ্বশুর বাড়ির সামনে অনশনে বসেন গৃহবধূ। ঘটনার অভিযোগ দায়ের করা হয় আশিঘর পুলিশ ফাঁড়িতে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে বাড়িতে স্বামী না থাকায় গৃহবধূ অনশন থেকে উঠে যায়। 

এই বিষয়ে গৃহবধূর শাশুড়ি রেনু বর্মন বলেন, এটা একটা সাজানো গল্প। বৌমা প্ল‍্যান করেছে কিভাবে আমাদের ফাঁসানো যায়। ছেলে ১৫দিন ধরে কেরালায় কাজের সূত্রে গিয়েছে।

এসএ/