অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দেশজুড়ে চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
সোমবার (৯ এপ্রিল) শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
গত কয়েকমাস ধরে ভয়ংকর অবস্থা বিরাজ করছে শ্রীলঙ্কা জুড়ে। স্বাধীনতার পর দেশটি সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছে। দিনের একটা বড় অংশ জুড়ে লোডশেডিং করে রাখা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আকাশ ছোঁয়া। এই অবস্থায় লঙ্কার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বেড়েছে। সাধারণ মানুষ রাজাপাকসে পরিবারের হাত থেকে শ্রীলঙ্কাকে রক্ষার ডাক দিয়েছেন।
ওআ/