একসঙ্গে ১০৮ দম্পতির বিয়ে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
এ যেন অসাধারণ নজির সৃষ্টি করল, এক সঙ্গে ১০৮ দম্পতি ছাদনাতলায় বিয়ে করলেন। চারদিকে বাজছে অহরহ সানাইয়ের সুর। শত শত অতিথিবৃন্দ উপস্থিতিতে এই বিবাহ অনুষ্ঠানে এক সঙ্গে বিয়ের মন্ত্রাচ্চারণ করছেন সকলে।
রবিবার (৮ মে) ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির শালবাড়িতে। ১০৮ দম্পতির গণ বিবাহের আয়োজন করা হয়ে ছিল উত্তরবঙ্গ বনবাসী আশ্রমের পক্ষ থেকে।
অনেক চা বাগানের আদিবাড়ি পরিবারের আর্থিক সমস্যা থাকায় অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করা হয়ে ওঠে না। অনেকেই সংসার পেতেছেন বহুদিন আগে। সন্তান ও রয়েছে। কিন্তু ছাদনা তলায় বসার সুযোগ হয়নি। সে কারণে দম্পতি সহ যুবক যুবতীদের জন্য প্রতিবছর এমণ গণ বিবাহের আয়োজন করা হয়। রবিবার শিলিগুড়ির আশপাশের বিভিন্ন চা বাগানের ১০৮ দম্পতি বিয়ের আয়োজন করা হয়। সকাল থেকেই শুরু হয় বিবাহ অনুষ্ঠান।
প্রত্যেকের পরিবার ও আত্মীয়রা ও উপস্থিত ছিলেন সেখানে। এদিকে আয়োজকদের তরফে সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল। পাত্রপাত্রীদের, নতুন জামা কাপড় ও সংসারের জন্য বেশি কিছু সামগ্রী তুলে দেওয়া হয়।
এসএ/