শেষকৃত্য থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৭
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের তেলেঙ্গানায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন। গুরুতর আহত হয়েছে ১৭ জন। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সহানুভূতি জানিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘোষণা করা হয়েছে আর্থিক সাহায্যের।
ভারতের তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় রাস্তায় রবিবার (৮ মে) সন্ধ্যায় একটি মিনিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে প্রাণ হারান অন্তত ৯ জন। আহত হন ১৭ জন। বানাস্বারা ও নিজামাবাদের হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।
কামারেড্ডির এসপি নিবাস রেড্ডি সাংবাদিকদের জানান, ট্রাক চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত ট্রাক চালককে চিহ্নিত ও করেছে পুলিশ। অভিযুক্তের নাম মোহিত সিং। বাড়ি বোধন এলাকায়। তার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
এসপি আরও জানিয়েছেন, মৃতদের মধ্যে ৬ জনই ছিলেন মহিলা। ইয়েলারেড্ডি গ্রামে এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন তাঁরা। বাড়ি ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের আর বাড়ি ফেরা হল না। মৃতদেহগুলি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান এসপি। এদিকে টুইট করে ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
সেই সঙ্গে মোদি জানান, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই নিয়ে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
এসএ/