সহিংসতায় শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের এমপি নিহত, মেয়রের বাড়িতে আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সহিংসতায় শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের এমপি নিহত, মেয়রের বাড়িতে আগুন

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর শাসকদলীয় এক সংসদ সদস্য (এমপি) মারা গেছেন। আগুন দেওয়া হয়েছে এক মেয়রের বাড়িতে। 

সোমবার (৯ মে) দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-সহিংসতার মধ্যে এসব ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি’র। 

শ্রীলঙ্কান কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছেন, নিতাম্বুওয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন সরকার দলীয় এমপি অমরাকীর্থি। বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরেন। এসময় তিনি গুলি চালালে দুই ব্যক্তি আহত হন। এরপর তিনি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে তার মরদেহ পাওয়া যায়। 

এদিকে সোমবার রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে কারফিউ জারি করেছে শ্রীলঙ্কান পুলিশ। 

অন্যদিকে, বিক্ষোভকারীদের সঙ্গে নিজের সমর্থকদের সংঘর্ষের মধ্যেই সোমবার মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। 

গত কয়েকমাস ধরে ভয়ংকর অবস্থা বিরাজ করছে শ্রীলঙ্কা জুড়ে। স্বাধীনতার পর দেশটি সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছে। দিনের একটা বড় অংশ জুড়ে লোডশেডিং করে রাখা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আকাশ ছোঁয়া। এই অবস্থায় লঙ্কার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বেড়েছে। সাধারণ মানুষ রাজাপাকসে পরিবারের হাত থেকে শ্রীলঙ্কাকে রক্ষার ডাক দিয়েছেন। 

ওআ/