লোডশেডিংয়ে বোনের বরকেই মাল্যদান করে বিয়ে করলেন কনে!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের চারপাশে প্রত্যেকদিন কতকিছুই না ঘটে। কিন্তু সেই সব ঘটনাগুলির মাঝেই এমন সব ঘটনা হঠাৎ করে ঘটে যায় সে গুলি প্রকাশ্যে আসার পর রীতিমতো চমকে যান সবাই। এমনকি, অত্যন্ত বিষ্ময়কর এই ঘটনাগুলি কার্যত বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। সেই রকমই এক ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। যা শুনলে অবাক হবেন সবাই। আমরা প্রায়শই দেখে থাকি যে, বিভিন্ন পরিবার একই বিবাহের অনুষ্ঠানে একাধিক বিয়ের আয়োজন করে থাকে। কিন্তু এবার ঠিক সেই রকমেই এক বিবাহের আসরে ঘটে গেল অত্যন্ত অবাক করা ঘটনা।
লোডশেডিংয়ের কারণে কার্যত পাত্রকে চিনতে ভূল করে বোনের বরকেই বিয়ে করে বসলেন কনে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও কিন্তু এটাই সত্যি! আর ওই বিরল ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে। জানা যায়, রমেশ লালের কন্যা নিকিতা ও করিশমার বিয়ে ঠিক হয়েছিল ভাঙ্গোয়ারা ভোলা ও গনেশের সঙ্গে। কিন্তু তারা ঘটনাচক্রে বুঝতে না পেরে ভূলবশত বোনের বড়কেবিয়ে করে ফেলেন।
মূলত, তাঁদের মুখ ঘোমটায় ঢেকে থাকার কারণে তারাঁ কেউকে এই ব্যাপারটি বুঝতে পারেননি। পাশাপাশি সেখানে উপস্থিত বরেরাও প্রায় একই সাজেই সজ্জিত ছিলেন। এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জইন থেকে প্রায় ২০ কিঃমিঃ দূরে বদনগর তহসিলের আসলানা গ্রামে।
এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের একটি প্রথিবেদনে জানা যায় যে, ভূলটি নজরে আসার পর বররা ভূল কনেদের তাঁদের বাড়িতে নিয়ে গিয়ে ছিলেন। কিছুক্ষনের আলোচনার পর পরিবারের পক্ষ থেকে এই ভূলের মীমাংসা ও করে নেওয়া হয়। পাশাপাশি সেই বর এবং কনেদেরকে পরের দিন আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে সঠিক সঙ্গীদের নিয়ে বিয়ে করানোর সিদ্ধান্ত ও নেওয়া হয়।
এদিকে, এই ঘটনাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। যা শুনে কার্যত আকাশ থেকে কে পড়েছেন নেটিজেনরা।বিয়ের আসরে ও যে এই বড় ভূল হতে পারে তা কার্যত বিশ্বাসই করতে পারছেনা তাঁরা।
এমনকি, নিজেদের প্রতিক্রিয়া ও জানিয়েছেন নেটনাগরিকরা। আবার অনেকেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছেন, এমন ঘটনা শুধুমাত্র ভারতেই ঘটতে পারে।
এসএ/