করোনা আক্রান্ত বিল গেটস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য জানান তিনি।
৬৬ বছর বয়সী বিল গেটস টুইটারে বলেন, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। আমার মৃদু উপসর্গ রয়েছে। আমি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে রয়েছি।
টুইটারে তিনি আরও বলেন, আমি সৌভাগ্যবান যে করোনার টিকা ও বুস্টার পেয়েছি। এছাড়া করোনার পরীক্ষার সুযোগ এবং উন্নত চিকিৎসাসেবা পেয়েছি।
সাম্প্রতিক মাসগুলিতে বিল গেটস মহামারী প্রতিরোধের ব্যাপারে অত্যন্ত সক্রিয় ছিলেন। গত সপ্তাহে তিনি 'হাউ টু প্রিভেন্ট দ্যা নেক্সট প্যানডেমিক' নামে একটি বই প্রকাশ করেছেন।
বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্তৃপক্ষের কীভাবে মহামারীতে সাড়া দেওয়া উচিত এবং ভ্যাকসিন বিতরণ করা উচিত, সে সম্পর্কে তিনি সোচ্চার ছিলেন।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন জানায়, তারা করোনার পরীক্ষা, চিকিৎসা ও টিকা বিতরণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংস্থাকে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে।
সূত্র : দ্যা নিউ ইয়র্ক টাইমস
ওআ/