শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় অভিমানে গৃহবধূর আত্মহত্যার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, ভারতের তামিলনাড়ুর কাড্ডালুরে এই ঘটনাটি সংগঠিত হয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, মৃত গৃহবধূর নাম রামাইয়া(২৭)। ওই গৃহবধূ একটি বেসরকারি হাসপাতালের কর্মী। গত ৬ এপ্রিল কার্তিকের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পরই সমস্যা তৈরি হয় শৌচাগার নিয়ে। রামাইয়া জানতেন না যে, তার শ্বশুর বাড়িতে শৌচাগার নেই। জানার পরই তিনি কার্তিককে শৌচাগার তৈরি বলেন। অভিযোগ, তাতে কান দেননি কার্তিক। বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপরই রামাইয়া শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান। সোমবার সকালে রামাইয়ার মা যখন তাঁকে ঘুম থেকে ডেকে তুলতে যান, তখন তিনি দেখেন সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তার মেয়ে।
পাড়াপড়শিদের ডেকে রামাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসএ/