থানায় ভিতরেই মহিলার গায়ে হলুদ, স্মৃতিমুখর অভিনব ঘটনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রত্যেকের কাছেই তাঁদের বিবাহের অনুষ্ঠান জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই ঘটনাকে আরও স্মৃতিমুখর করে তুলতে ঘটল অভিনব এক ঘটনা। আমরা মূলত বিবাহের অনুষ্ঠানেই গায়ে হলুদের পাশাপাশি অন্যান্য আচার অনুষ্ঠান দেখতে পাই। কিন্তু থানাতে গায়ে হলুদের তথা আপনি কি কখনও শুনেছেন? অবিশ্বাস্য হলেও ঠিক এই রকমই এক অভিনব ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের প্রতাপগড়ে।
জানা যায়, প্রতাপগড় জেলার অর্নদ মহকুমা সদর থানায় বিবাহের ছুটিতে যাওয়ার আগে এক মহিলা কনস্টেবলকে অনন্য উপায়ে বিদায় জানালেন সেখানকার পুলিশ অফিসার ও থানার কর্মচারীরা। শুধু তাই নয়, সেখানকার সিআই অজয় সিং রাওয়ের নেতৃত্বে থানার সব কর্মীরা মিলেই আয়োজন করেন গায়ে হলুদের ও। আর এভাবেই ওই মহিলা কনস্টেবলকে বিয়ের শুভেচ্ছা জানিয়ে ছুটিতে পাঠিয়েছেন তাঁরা।
আগামী ১৩ মে বিয়ে করতে চলেছেন মহিলা কনস্টেবল নাগু। যে কারণে তিনি ছুটি নিয়ে তাঁর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু থানার সকলে যে তাঁর জন্য বিরাট চমকের ব্যবস্থা করেছেন তা আদৌ টের পাইনি নাগু। বিয়ের ছুটিতে যাওয়ার আগেই সিআই অজয় সিং রাও তাঁর কর্মীদের নিয়ে থানাতেই গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করে ওই মহিলা কনস্টেবলের ছুটি মঞ্জুর করেন। এমনকি নাগুকে হলুদও লাগিয়ে দেন তাঁরা।
এসএ/