রানওয়েতেই ছিটকে পড়লো চীনা বিমান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রানওয়েতেই ছিটকে পড়লো চীনা বিমান

চীনে রানওয়েতে ছিটকে পড়ে একটি উড়োজাহাজে আগুন লেগেছে। বিমানটিতে ১১৩ যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ যাত্রী। বৃহস্পতিবার (১১ মে) চীনের চংকিং বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলির।

দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি তিব্বতী বিমান সংস্থার। বৃহস্পতিবার সকালে চালক-সহ ১১৩ জন আরোহীকে নিয়ে ওড়ার চেষ্টা করে বিমানটি। রানওয়ে ধরে ছোটার সময় হঠাৎ পিছলে যায় বিমানের চাকা। তাতেই প্রবল গতিতে ছুটে চলা বিমানটি রানওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে যায়। যাত্রী নিয়ে শেষপর্যন্ত আর উড়তে পারেনি বিমানটি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রানওয়েতেই বিমানটিতে আগুন লেগে যায়। প্রথমে বিমানের সামনে দিকে আগুন লাগে। তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বিমানটির পিছন দিকেও। দূর থেকে বিমানটিকে কালো ধোঁয়ায় ঢেকে যেতে দেখা যায়। 

যদিও পরে চীনের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্রত্যেককেই নিরাপদে বিমান থেকে বের করে আনা গিয়েছে। সামান্য আঘাত পেয়েছেন কয়েকজন। তবে এর বেশি কোনওরকম ক্ষতি হয়নি যাত্রীদের।

এসএ/