আমি কোহলির জন্য শুধু প্রার্থনা করতে পারি: রিজওয়ান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আমি কোহলির জন্য শুধু প্রার্থনা করতে পারি: রিজওয়ান

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। দেশের জার্সিতে যে রানখরা ছিল, চলতি আইপিএলেও তা অব্যাহত। গেল ১৪ বছরের আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে খারাপ সময় পার করছেন বিশ্বসেরা এ ব্যাটার। ১২ ম্যাচে করেছেন মাত্র  ২১৬ রান। এমনকী তিনবার ‘গোল্ডেন ডাক'ও মেরেছেন।

নিজেকে ছন্দে ফিরে পেতে পরিবর্তন করেছেন ব্যাটিং অর্ডারেও। তবুও কাজের কাজ কিছু হয়নি। যার জন্য তাকে বিরতি নিতে বলেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। 

এর আগে রবি শাস্ত্রীও কোহলিকে আইপিএল থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এদিকে শুধু ভন কিংবা শাস্ত্রীই নন, কোহলিকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনও। পিটারসেন বলেছেন, কোহলি যদি তার ক্যারিয়ারকে এগিয়ে নিতে চায়, তার বিরতি নেওয়া খুব গুরুত্বপূর্ণ।

তবে পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলছেন ভিন্ন কথা। তিনি কোহলির ফর্মে ফেরার জন্য প্রার্থনা করছেন। সম্প্রতি একটি স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ান বলেন, কোহলি চ্যাম্পিয়ন খেলোয়াড়। এই মুহূর্তে আমরা ওর জন্য প্রার্থনা করছি। কারণ সে অত্যন্ত পরিশ্রমী ক্রিকেটার। কঠিন সময় আসে এবং সহজও হয়ে যায়। একজন ক্রিকেটার সেঞ্চুরি করে আবার আউটও হয়ে যায়। আমি ওর জন্য শুধু প্রার্থনা করতে পারি। আমি আশাবাদী ও কঠিন পরিশ্রম করেই সব নিয়ন্ত্রণে নিয়ে আসবে।’

রিজওয়ান এই মুহূর্তে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন ইংল্যান্ডে। যেখানে তার সঙ্গে খেলছেন ভারতের ব্যাটসম্যান চেতেশ্বর পুজারাও।

গেল বছর প্রথমবারের মতো বিশ্বকাপের ইতিহাসে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। দুবাইয়ে টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত ১০ উইকেটে সেই ম্যাচ হারে। ঐতিহাসিক সেই ম্যাচের পর কোহলি বুকে টেনে নিয়েছিলেন রিজওয়ানকে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি দ্রুতই ছড়িয়ে পড়েছিল।

এদিকে, পারফর্ম করেই বিরাটকে ছন্দে ফিরতে হবে বলে জানালেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।  তিনি বলেন, 'ভারতের ম্যাচের গুরুত্ব তার কাছে এক নম্বর হওয়া উচিত। এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত ভারতের ম্যাচ। আপনি না খেলে ছন্দ ফিরে পাবেন কীভাবে? ড্রেসিং রুমে বসে থাকলে ছন্দ ফিরবে না। আপনি যত বেশি খেলবেন, আপনার ফর্মে ফেরার সম্ভাবনা তত বেশি হবে।'  

চলতি আইপিএলে বিরাট কোহলি ১২ ম্যাচ খেলে মাত্র ২১৬ রান সংগ্রহ করেছেন। সবমিলিয়ে আইপিএলে তার ইনিংস সংখ্যা ২১৮। যেখানে ৩৬.৫১ গড়ে তিনি করেছেন ৬৪৯৯ রান।

এসএ/