৩১ টুকরো করেছিল দুলাভাইকে, বদলা নিতে অভিযুক্তের ভাইকে ৩১টি গুলি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ভারতের উত্তরপ্রদেশের বুলন্দ শহর। খুনের বদলা নিতে গিয়ে আরেকটি নৃশংস খুনের ঘটনা ঘটল সেখানে।
জানা যায়, গত ৮ মে বুলন্দ শহরে খুন হয়েছিলেন এক চিকিৎসক। তাঁর ক্লিনিকে প্রবেশ করে দুস্কৃতীরা এলোপাথাড়ি গুলি করে শাদাব নামের ওই চিকিৎসককে। উক্ত হত্যাকান্ডের তদন্তে নেমেই চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ।
পুলিশ সাংবাদিকদের জানান, ওইদিন শাদাবকে মোট ৩১টি গুলি করে দুস্কৃতীরা। পাশাপাশি পুরনো শক্রতার জেরেই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়। একজনকে হত্যা করতে সেখানে একটি গুলিই যথেষ্ট ঐখানে ৩১টি গুলিকরায় বিষয়টি ভাবিয়ে তোলে সবাইকে। এমতাবস্থায় এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে আরও পুরোনো একটি খুনের মামলার প্রসঙ্গ সামনে আসে। আর সেই খুনের সঙ্গেই জড়িত ছিলেন নিহত শাদাবের ভাই রাগিব দাসনা। বতর্মানে খুনের অভিযোগে জেলবন্দি রয়েছেন তিনি। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, তাহলে দুস্কৃতীরা শাদাবকে খুন করল কেন? পাশাপাশি ঘটনার তদন্তকারী পুলিশ ও উত্তর খুজতে থাকে এই প্রশ্নের। তখনই ফের ইরফান নামে এক ব্যক্তির খুনের প্রসঙ্গ উঠে আসে।
তদন্তের পরিপ্রেক্ষিতে পুলিশ জানতে পারে যে, শাদাবের খুনের সঙ্গে ইরফানের খুনের একটিসূত্র রয়েছে। পরে বিস্তারিত তদন্তের ভিত্তিতে জানা যায়, গত ১৮ মার্চে ইরফানকে নৃশংসভাবে খুন করা হয়। এমনকি তাঁর দেহটিকে ৩১ টি টুকরো করে ফেলা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় হয়ে উঠে হাপুর। এমতাবস্থায় ইরফানকে খুনের অভিযোগ ওঠে শাদাবের ভাই রাখিব দাসনার বিরুদ্ধে।অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার ও করে পুলিশ। কিন্তু ইরফানের খুনের বদলা নেওয়ার জন্য প্রস্তুতিনিচ্ছিলেন তারই শ্যালক কাসিফ। জামাইবাবুর ইরফান হত্যার বদলা নিতে কয়েকজন পেশাদার শার্প শুটারকে ভাড়া করেছিলেন কাসিফ। আর তারাই শাদাবকে সেদিন গুলি করে হত্যা করে।
মূলত রাগিবকে না পেয়ে শাদাবকেই খুন করে দুস্কৃতীরা। ইতিমধ্যেই পুলিশ ওই তিন শার্প শুটারকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই ঘটনার পরিকল্পনাকারী কাসিফের ও খোঁজ চালাচ্ছে পুলিশ।
এসএ/