আরব বিশ্বে ছেলেদের ম্যাচে নারী রেফারি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আরব বিশ্বে ছেলেদের ম্যাচে নারী রেফারি

ছেলেদের ম্যাচে নারী রেফারির দায়িত্ব পালন করার দৃশ্য এখন দেখা যায় অহরহ। তবে আরব দুনিয়ায় এমন দৃশ্য এখনো বিরল। সেই ইতিহাস বদলাতে যাচ্ছেন মরক্কোর বুশরা কারবৌবি।

মরক্কোর থ্রোন কাপ ফাইনালে শনিবার (১৪ মে) এএস ফারের মুখোমুখি হবে মোঘরেব অ্যাতলেটিকো। ছেলেদের এ ম্যাচে আরব বিশ্বের প্রথম নারী হিসেবে রেফারির দায়িত্ব পালন করবেন বুশরা। বুশরাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নর্থ আফ্রিকা ফুটবল ফেডারেশন।

তিনি এর আগে ভিডিও রেফারির দায়িত্বও পালন করেছেন। ২০১৬ সালে আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়া বুশরা গত ফেব্রুয়ারিতে সেনেগাল বনাম মিসরের মধ্যকার আফ্রিকা কাপ অব ন্যাশন্সের ফাইনালে ভিডিও রেফারি ছিলেন তিনি।

ফার বনাম মোঘরেবের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দেশটির আগাদির শহরে। এ ম্যাচে বুশরার সহকারীর দায়িত্বও পেয়েছেন একজন নারী। তার নাম ফাতিহা জারমৌমি।

এসএ/