সম্পর্ক ভাঙায় প্রেমিকার বাড়িতে বোমাবাজি, আহত ৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রেমে প্রত্যাখ্যানে ক্ষিপ্ত হয়ে বদলা নিতে প্রেমিকার বাড়িতে বোমাবাজি। বোমার আঘাতে জখম হয়েছে ৪জন। আহতদের জামুরিয়ার বাহাদুরপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) রাতে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বর থানার জামুরিয়া ২ ব্লকের ভুড়ি গ্রামের ডোম বাউরি পাড়ায়। অভিযুক্ত যুবক স্থানীয় বাসিন্দা রাজীব বাউড়ি। বেশ কিছুদিন তার সঙ্গে এলাকার এক তরুনীর প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে বছরখানেক আগেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তরুণী।
তার পরিবারের অভিযোগ, সম্পর্ক থাকাকালীন তরুনীকে মানসিক চাপ দিত রাজীব। প্রথমে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন তরুণী। তবে তাঁর পক্ষে বেশিদিন এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তবে প্রেমিকার প্রত্যাখ্যান মাঝতে পারেনি যুবক। বার বার সম্পর্কে ফিরে আসার জন্য তরূণীকে চাপ দিত সো তা সত্ত্বে ও নিজের সিদ্ধান্ত দল করেননি তরূণী। বদলা নিতে শুক্রবার রায়ে প্রেমিকা গাড়ির সামনে আসে যুবক। বোমাবাজিও করে সে। তাতেই জখম হন তরুণীর পরিবারের ৪ জন। আহতদের রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। জামুড়িয়ার বাহাদুরপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তরুণীর পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় পান্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের কয়।
তবে তরুণীর পরিবারের দাবি, অভিযোগ পাওয়া পর ও পুলিশ কোন ও ব্যবস্থা নেয়নি। তবে অভিযোগ অস্বীকার করেছে পান্ডবেশ্বর থানার পুলিশ। অভিযুক্ত যুবক এখন ও অধরা।
এসএ/