ধর্ষণের অভিযোগে মন্ত্রীর ছেলের খোঁজে পুলিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ধর্ষণের অভিযোগে মন্ত্রীর ছেলের খোঁজে পুলিশ

ভারতের রাজস্থানের কংগ্রেস সরকারের জনস্বাস্থ‍্য প্রকৌশলী মন্ত্রী মহেশ যোশির ছেলে রোহিত যোশির বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছিল। ২৩ বছরের এক তরুণী মন্ত্রী পুত্রের বিরুদ্ধে একাধিকবার ধর্ষনের অভিযোগ করেন। এবার সেই ঘটনায় মন্ত্রীপুত্রকে গ্রেফতার করতে রাজস্থানে হাজির দিল্লি পুলিশ। রবিবার ভোরে দিল্লি পুলিশের ১৫ জনের একটি দল জয়পুর পৌঁছায়। 

পুলিশ সূত্রের প্রকাশ, গ্রেফতার এড়াতে রোহিত পালিয়ে বেড়াচ্ছে। এদিন মন্ত্রীর বাড়িতে ছেলেকে না পেয়ে বাড়ির দরজায় হাজিরার নোটিশ ঝুলিয়ে দিয়ে গেল পুলিশ। তরুণীর অভিযোগের ভিত্তিতে গত ৮ মে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। ওই তরুণী অভিযোগ করেন। গত বছরের ৮ জানুয়ারি থেকে চলিত বছরের ১৭ এপ্রিলের মধ‍্যে তাঁকে একাধিকবার ধর্ষন করেছে মন্ত্রীর ছেলে। তরুণীকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল রোহিত। এদিন দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, ধর্ষনের মামলার পলাতক রোহিতকে ধরতে আমাদের অফিসারদের একটি দল জয়পুরের অভিযান গেছে। আধিকারিকরা মন্ত্রীপুত্রের খোঁজে অনুসন্ধান চালাচ্ছেন। যদিও পরে জানা যায়, মন্ত্রী মহেশ যোশির বাড়িতে তাঁর ছেলে অভিযুক্ত রোহিতের খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে মন্ত্রীর বাড়ির দরজায় পুলিশের সামনে হাজিরার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ধর্ষনের মামলায় আসামী ১৮ মে এর মধ‍্যে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হবে রোহিতকে।

উল্লেখ্য, তরুণী জানিয়ে ছিলেন, গত বছর রোহিতের সঙ্গে তাঁর আলাপ হয় ফেসবুকে। প্রথমবার তাঁরা জয়পুরে দেখা করেন। এরপর ২০২১ সালের ৮ জানুয়ারি তাকে সওয়াই মাধোপুরে আসতে বলে রোহিত। সে বারই তাঁর পানীয়তে মাদক মিশিয়ে দেয় রোহিত। পরদিন সকালে তাঁর নগ্নছবি ও ভিডিও দেখানো হয়। যা দেখে চিন্তিত হয়ে পড়েন তরুণী। একবার দিল্লিতে ও তাঁর সঙ্গে দেখা করেন রোহিত। সে বার তাঁর স্বামী স্ত্রী পরিচয়ে একটি হোটেলে ওঠেন। বিয়ের প্রতিশ্রুতি দেয় রোহিত। যদিও তারপর মদ খেয়ে তরুণীকে মারধর করে সে। তরুণীর অশ্লীল ভিডিও তৈরি করে। তা ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। গত বছরের ১১ আগস্টে তরুণী বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়ে পড়েছেন। যদিও রোহিত সন্তান চায়নি। ফলে সে ভ্রুন নষ্ট করার ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। তবে তরুণী তা খাননি। এরপরেই মন্ত্রীর ছেলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত নামে দিল্লি পুলিশ।

জি আই/