ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইন্দোনেশিয়ায় বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে একটি পর্যটকবাহী বাসের অন্তত ১৪ জন যাত্রী নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৬ মে) সকালে দেশটির জাভা দ্বীপের হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
আল অ্যারাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, বাসটিতে মোট ৩১ জন যাত্রী ছিলেন। বাকি সবাই গুরুতর আহত হয়েছেন।
বাসটি জাভার মধ্যাঞ্চল থেকে পর্যটকদের নিয়ে পূর্ব জাভা প্রদেশের রাজধানী সুরাবায়ায় যাচ্ছিল।
এখন পর্যন্ত বাস দুর্ঘটনার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও বাসের চালক ‘তন্দ্রাচ্ছন্ন’ ছিল বলে ধারণা করছে দেশটির পুলিশ।
তবে, দুর্ঘটনায় চালক প্রাণে বেঁচে গেছেন। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রতিবেদনে এও বলা হয়েছে যে, ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। কারণ দেশটির সড়কে চলাচলকারী অধিকাংশ গাড়ি মেয়াদোত্তীর্ণ। আর সড়কগুলোর অবস্থাও ভগ্নপ্রায়।
গেল এপ্রিলে একটি খাঁড়া বাঁধের সঙ্গে ট্রাকের ধাক্কায় ১৬ জন নিহত হয়। এ ছাড়া, ফেব্রুয়ারি মাসে কারখানার শ্রমিকদের নিয়ে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণ যায়।
ওআ/